আতশবাজির আগুনে পুড়ছে বক্সিরহাটের একাংশ, ছাই হল ৭ দোকান

নববর্ষ উদযাপন করতে গিয়ে ফোটানো আতশবাজির আগুনে পুড়ল চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র টেরিবাজার বক্সিরহাটের একাংশ। রাত সোয়া তিনটা পর্যন্ত সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

রাত সাড়ে তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোতোয়ালী থানার টেরিবাজার বক্সিরহাটের বদরপাতি রোডে আগুনে জ্বলে গেছে অন্তত সাতটি দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নববর্ষ উদযাপন করতে গিয়ে টেরিবাজারের পাশের একটি ভবনের ছাদ থেকে ফোটানো আতশবাজির আগুন নিচে অবস্থিত একটি মুড়ি-গুড়ের দোকানে পড়ে মুহূর্তেই আগুন লেগে যায়। এ ঘটনায় শুরুতেই আরিস স্টোর ও ভাই ভাই জরি হাউজ নামের দুটি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানের পর পাশের আরও পাঁচ দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগা দোকানগুলোর মধ্যে একটি লন্ড্রির দোকান, একটি আতশবাজির দোকান ও বাকি দুটি গুড়-মুড়ির দোকান বলে জানা গেছে।

রাত সাড়ে তিনটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানা গেছে।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!