আচমকা বিপর্যয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম

বিপর্যয়কর অবস্থায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই সাইটটির অনেক সেবাই হঠাৎ করে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ছবি আর লিংক শেয়ার দিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন এর ব্যবহারকারীরা। বাংলাদেশের ব্যবহারকারীরাই শুধু নয়, বিশ্বের অন্যান্য দেশে একই সমস্যার মুখোমুখি হচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা।

ইন্টারনেটে ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেকটর ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ২৯ মিনিট থেকে সমস্যাটি দেখা দিয়েছে ফেসবুক মেসেঞ্জারে। ফেসবুকের পাশাপাশি তাদের মালিকানার ইনস্টাগ্রাম নিয়েও ঝামেলা পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। তারা ছবি দিতে পারছেন না ইনস্টাগ্রামে।

অন্যদিকে ফেসবুকেও কোনো ছবি কিংবা লিংক শেয়ার করা যাচ্ছে না। দিতে গেলেও সমস্যার নোটিফিকেশন আসছে; যাতে বলা হচ্ছে, সমস্যা কাটিয়ে যত দ্রুত সম্ভব ফিরে আসছে তারা।

জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যবহারকারীরাও সমস্যা পোহাচ্ছেন বলে জানিয়েছে ডাউনডিটেকটর ডটকম। সবচেয়ে বিপর্যয়কর অবস্থা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও ব্রাজিলে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!