আগ্রাবাদে ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ড, গাড়ি পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আয়কর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের ব্যাপারটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ‘আগ্রাবাদের সিডিএ এলাকায় আয়কর ভবনের নিচতলায় গাড়ি পার্কিং করা ছিল। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে একটি গাড়ি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে জানান তিনি।

তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পার্কিং এ রাখা গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!