আগ্রাবাদে দুই মুসল্লির প্রাণ কেড়ে নিল ‘উন্নয়নের’ স্কেভেটর, আহত আরও দুজন

জুমার নামাজ শেষ করে নিজ ঘরে যাচ্ছিলেন শহিদুল্লাহ এবং আল আমিন। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্কেভেটর তাদের ঘরে ফেরালেন লাশ বানিয়ে। স্কেভেটরের আঘাতে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারালের তারা।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদ ডেবার উত্তর পশ্চিম পাড়ে চট্টগ্রাম বন্দরের জায়গায় নির্মাণকাজ চলার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শহিদুল্লাহ (৬০)। অপর ব্যক্তির নাম আল আমিন (৩০)। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের একজনের নাম রাকিব। অপরজনের নাম জানা যায়নি।

নিহত শহিদুল্লাহ নগরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গাড়িচালক হিসেবে কাজ করতেন। অন্যদিকে আল আমিন পেশায় একজন হকার। ভ্যানগাড়িতে করে মাস্ক বিক্রি করতেন তিনি। তাদের দুজনের বাসাই আগ্রাবাদ এলাকায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বন্দরের একটি জায়গায় নির্মাণ কাজ চলছিল। স্কেভেটর দিয়ে বালি তোলার সময় দেয়াল ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।’

নিহতদের মধ্যে আল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে শহিদুল্লাহকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএস/এমএফও/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!