ট্যাক্স কমানোর টোপে ঘুষ নিয়ে আগ্রাবাদে গ্রেপ্তার কর পরিদর্শক

আবাসিক ভবনের ট্যাক্স কমানোর আশ্বাস দিয়ে এক নারীর কাছে ঘুষ চেয়েছেন চট্টগ্রামের কর পরিদর্শক রেজাউল করিম বেগ। ঘুষের টাকাসহ চট্টগ্রাম কর অঞ্চল-২ এর এই পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকাও জব্দ করা হয়।

চট্টগ্রামের পাঁচলাইশ শুলকবহরের আবদুল হামিদ রোডের সায়মা ভিলার মালিক সায়মা হককে আয়কর রিটার্ন দাখিল করতে অ্যাসেসমেন্টে আবাসিক ভবনের ট্যাক্স কমানোর আশ্বাস দিয়ে টাকা দাবি করেন রেজাউল করিম বেগ। এর সত্যতা পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) ২ টার দিকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পিএইচপি ভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেজাউল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডী এলাকার মো. শফির পুত্র।

এ ঘটনায় দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রেজাউল করিম বেগের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!