আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের ক্যান্টিনে নোংরা পরিবেশ, জরিমানা দেড় লাখ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ক্যান্টিন ‘আল সাফী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ খাবার তৈরি হয় নোংরা পরিবেশে। এছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজে রান্না করা ও কাঁচা মাংস রাখা হয়। এসব অনিয়মের জন্য রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোশেনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘অভিযানে দেখা গেছে, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ক্যান্টিনের ভেতরের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। ওই পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে।’

এছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একইসঙ্গে সংরক্ষণ করার অপরাধে আল সাফী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!