আগ্রাবাদেও বসলো সেনাবাহিনীর ১ মিনিটের বাজার

সেনাবাহিনীর ‘১ মিনিটের বাজার’ নগরীর আগ্রাবাদ হাই স্কুল মাঠে উদ্বোধন করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আয়োজনের এ বাজার থেকে প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার বিনামূল্যে সবজিসহ নিত্যপণ্য নিতে পারবেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় ‘১ মিনিটের বাজার উদ্বোধন করেন ডাইরেক্টর জেনারেল ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী। বাজারে সহস্রাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের জন্য বিনামূল্যে কাঁচা বাজারের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে ‘১ মিনিটের বাজার’।

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বলেন, ফ্রি সবজির বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় আয়োজন করা হবে। এর আগে জামেয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসেছিল। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।

পরবর্তীতে এমএ আজিজ স্টেডিয়ামে বসবে ১ মিনিটের বাজার।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!