আগের রাতে ভোটের বাক্স ভরার সুযোগ আর নয়

সুফিয়ানের প্রচারণায় খসরু

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট ডাকাতি প্রতিহত করে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। জনগণের উপর আস্থা নেই বলেই আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় আসীন হয়। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোটের বাক্স ভরে রেখেছিল, এবার সেই সুযোগ দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে ভোট চুরি প্রতিহত করা হবে।’

আবু সুফিয়ান বলেন, ‘আমাকে নির্বাচিত করা হলে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠনে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। অহেতুক কেউ কারো দ্বারা হয়রানির শিকার হবে না। সবাইকে সাথে নিয়ে একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠাই হলো আমার অঙ্গীকার।’

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে প্রচারণা শুরু করেন। প্রচারণার প্রথম দিনে বহদ্দারহাট হক মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চান্দগাঁও আবাসিক এলাকা, হাদুমাঝিপাড়া, সুন্নিয়া মাদ্রাসা, বিবিরহাট, মুরাদপুর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবু, যুবদল নগর সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগর বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা আবু সুফিয়ানের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। উপ-নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা বিগত নির্বাচনে ভোট ডাকাতির জবাব দেব। গত নির্বাচনে আমাকেসহ অসংখ্য নেতাকর্মীদের গায়েবি মামলায় জড়িয়ে কারাবন্দী করা হয়েছিল। এবার আমরা মাঠ ছাড়ব না।’

গণসংযোগে অংশ নেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দিন, মোহরা ওয়ার্ডের কাউন্সিলর ও চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম, সাধারণ সম্পাদক শরীফ খান, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাহবুব আলম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশা, সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সৌরভ প্রিয় পাল, ফখরুল ইসলাম শাহীন, চান্দগাঁও যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-গবেষণা সম্পাদক নাজমা সাঈদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতা-কর্মীরা।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!