আগুন আতঙ্কে নাসিরাবাদে ১২ গার্মেন্টস কর্মী আহত

চট্টগ্রামের নাসিরাবাদে বেবি সুপার মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে ওপর থেকে নিচে নামতে গিয়ে ১২ কর্মী আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) এমএস গার্মেন্টসের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, নাসিরাবাদ এলাকার এমএস গার্মেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন বাড়ার আগেই তারা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। তাই আগুন ছড়াতে পারেনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আগুন আতঙ্কে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। রুনাপ্রু মারমা, রেহানা, লিপি, স্বপ্না বেগম, লিজা আক্তার, সাজিদা, দুলালীসহ মোট ১২ কর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!