আগুনে পুড়ানো হলো ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল

একবার অভিযান চালানোর ছয়দিন পর চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু মোহনায় আবারও অভিযান চালায় মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এবারের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৪ লাখ টাকা মূল্যের ৬টি বেহুন্দী জাল, ১টি চরঘেরা ও ৫টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করে।

এর আগে গত শনিবারে (১৫ জানুয়ারি) ৯টি বেহুন্দী জাল ও ২টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে এসব জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সাঙ্গুর মোহনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

অভিযানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিন্ড কর্মকর্তা জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হকসহ কোষ্টগার্ড সাঙ্গু, গহিরা ও রায়পুর কন্টিনজেন্ট কমান্ডাররা উপস্থিত ছিলেন। পরে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মো. রাশিদুল হক জানান, বঙ্গোপসাগরের সাঙ্গু মোহনায় অভিযানে জব্দ করা ৪ লাখ টাকা মূল্যের জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!