আগুনে পুড়ল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৪ এপ্রিল) বেলা পৌনে বারোটার সময় আকষ্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালালেও প্রচণ্ড রোদ্রের খরতাপে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে পুরো অফিসটি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়। এক ঘণ্টা পর পার্শ্ববর্তী উপজেলা দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সুচিত্র চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পর্যটন নগরী সাজেক ও দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় প্রতিবছর আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়রা এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে জোর দাবি জানিয়েছেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!