আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রাইভেট কারে সিএনজির ধাক্কা, আহত ২

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিকশা চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপরে জিইসিমুখি কর্ণফুলী গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সিএনজিচালক নুরুল আমিন (৪০) ও যাত্রী নাসিমা বেগম (৫০)।

জানা গেছে, ফ্লাইওভারে সিএনজি অটোরিকশার সামনে থাকা প্রাইভেট কারটি হঠাৎ ব্রেক করে। এ সময় সিএনজিচালক ব্রেক করতে ব্যর্থ হলে প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক নুরুল আমি ও যাত্রী নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে অন্য গাড়ির যাত্রীরা নেমে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই হাসেম বলেন, ‘প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় সিএনজিচালক ও যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর কয়েকজন পথচারী মিলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন।

প্রাইভেট কারের চালককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!