আকবরশাহে ফেনসিডিলসহ ২ নারীকে ধরল র‌্যাব

স্বাবলম্বী হতে চেয়েছিলেন জাহেদা বেগম ও রুমি আক্তার। এজন্য সহজে সফল হতে শুরু করেন মাদক ব্যবসা। কুমিল্লার সীমান্ত থেকে পাইকারি দরে ফেনসিডিল এনে বেচতেন চট্টগ্রাম ও ঢাকায়। কিন্তু এভাবে মাদক ব্যবসা করতে গিয়ে শেষমেশ ধরা খেয়ে গেলেন র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর আকবরশাহে অভিযান চালিয়ে জাহেদা বেগম (২০) ও রুমি আক্তারকে (১৯) আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

জানা যায়, আকবরশাহ থানা এলাকায় ঢাকাগামী একটি বাসের কাউন্টার থেকে অপেক্ষারত অবস্থায় মাদকসহ জাহেদা ও রুমিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১৪৯টি ফেনসিডিল জব্দ করা হয়।

আটক জাহেদা কক্সবাজার জেলার রামু থানার বাংলাবাজার এলাকার রায়হানের স্ত্রী। এছাড়া রুমি একই জেলার টেকনাফ থানার লেদা পূর্বপাড়ার আবুল কাশেমের মেয়ে।

র‌্যাব জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরেই যৌথভাবে মাদক বিক্রি করে আসছিল। তারা সীমান্ত এলাকা থেকে কম দামে মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করত। একটি চালান নিয়ে তারা যখন বাস কাউন্টারে অপেক্ষা করছিল তখন মাদকসহ হাতেনাতে তাদের আটক করা হয়। উদ্ধার মাদকের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

আটক দু’জনকে আইনি প্রক্রিয়া শেষে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!