আকবরশাহে নারী প্রার্থীর গাড়িবহরে হামলা, অভিযোগের তীর স্বতন্ত্র প্রার্থীর দিকে

‘কয়েকবার আমার গাড়িকে চাপা দিতে চেয়েছিল’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউলের গণসংযোগের সময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তসলিমা বেগম নুরজাহান রুবীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেছেন, স্বতন্ত্র এক প্রার্থী তাকে গাড়িচাপা দিতে হত্যার চেষ্টা করেছেন।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে প্রচারণার সময় এ হামলার জন্য বিদ্রোহী প্রার্থী ও সাবেক কাউন্সিলর আবিদা আজাদকে দায়ী করেছেন। এ জন্য কাউন্সিলর প্রার্থী রুবী নগরীর আকবরশাহ থানায় অভিযোগও দায়ের করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০, ১৩ আসনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পান তসলিমা বেগম নুরজাহান রুবী।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, আকবরশাহ এলাকার রেল গেইট পার হয়ে নৌকার মিছিল যাওয়ার সময় আমার গাড়িতে হামলা করেন বিদ্রোহী প্রার্থী আবিদা আজাদের লোকজন। ওই সময় আমি নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিমের গাড়িতে ছিলাম। হামলাকারীরা আমার কর্মী-সমর্থকের গাড়িতে ইট ও পাথর নিক্ষেপ করেছে। এতে আমার ২-৩ জন কর্মীর মাথায় আঘাত হয়েছে। আমি থানায় অভিযোগ দিচ্ছি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে প্রার্থীর সাথে তিনি (আবিদা আজাদ) আসা মানে হচ্ছে ভোটারদের বিভ্রান্ত করা। এটি একটি চক্রান্ত। আবিদা আজাদের গাড়ি কয়েকবার আমার গাড়িকে চাপা দিতে চেয়েছিল। এতে আমর গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি খাম্বার সাথে তালি লাগে। তিনি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী না হয়েও আওয়ামীলীগের মিছিলে এসে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ডিসটার্ব করতেছেন। কর্মী সমর্থকদের বিভ্রান্ত করছেন। ভোটারদের বিভ্রান্ত করছেন।’

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী আবিদা আজাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার গাড়ি নৌকার প্রার্থীর বহরের সাথে ছিল সেটা ঠিক। তবে আমার গাড়ি থেকে হামলা করা হয়েছে সেটি ঠিক না।’

তিনি বলেন, ‘তার গাড়ি আমার গাড়ির অনেক সামনে ছিল। উল্টো পেছনে এসে বাকবিতন্ডায় করেছে তার গাড়ির লোকজন। ইট পাঠকেল মেরে কাউকে আহত করা হয়নি। কারণ আমার গাড়িতে সবাই মহিলা ছিল পুরুষও ছিল না।’

তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি। দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলাম। এলাকার মানুষ চাই বলে আমি প্রার্থী হয়েছি।’

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!