আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর, ইউপি ‘সদস্য’ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি ইন্দ্রজিত চৌধুরী লিওকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দ্রজিৎ ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের আসকার দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘হাইদগাঁওয়ের ঘটনায় পালিয়ে থাকা ইন্দ্রজিৎ চৌধুরীকে চট্টগ্রামের আসকার দিঘীর পাড় এলাকার তার এক আত্নীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে ২৯ এপ্রিল হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় বিএম জসিম ও তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!