‘আউটার রিং রোড প্রকল্পে লুটপাট হয়েছে’

গৃহীত প্রকল্পসমূহের টেকসই বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। শুক্রবার (১৯ জুলাই) বিকালে নগরীর অক্সিজেন মোড়ে বাংলাবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ, দুই নম্বর জালালবাদ ওয়ার্ড সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নাগরিক সমাজ দুই নম্বর ওয়ার্ড বায়েজিদ থানার ব্যানের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সরকারি বরাদ্ধের অপচয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এতে বক্তারা বলেন, জলাবদ্ধা নিরসন প্রকল্পের কাজ যথাযথভাবে করা হয়নি। আউটার রিং রোড প্রকল্পে লুটপাট হয়েছে। প্রকল্পের কাজ ভালোভাবে করা হয়নি। প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া বরাদ্দের যথাযথ ব্যবহার হচ্ছে না। এতে প্রধানমন্ত্রীর বদনাম হচ্ছে।’

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জান্নাত বেগম বলেন, ‘আমরা জলাবদ্ধার স্থায়ী সমাধান চাই। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিডিএকে আরো উদ্যোগী হতে হবে। প্রকল্প নগরবাসীর অধিকার। নগরবাসীর অধিকার লুটপাট করে খাইবে কেন?’
‘আউটার রিং রোড প্রকল্পে লুটপাট হয়েছে’ 1

মানববন্ধনে বাংলাবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জাবেদ পাটোয়ারি বলেন, ‘চট্টগ্রামে সরকারি প্রকল্পের সমন্বয়হীনতা হচ্ছে। যে কাজ সিটি করপোরেশনকে দিয়ে করার কথা, সে কাজ সিডিএকে দিয়ে করানোর কারণে কাজের মান খারাপ হচ্ছে, অর্থের অপচয় ও অনিয়ম হচ্ছে। এছাড়া জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে হলে সিটি করপোরেশনের নেতৃত্বে অর্থায়ন ও প্রকল্পের কাজ করতে হবে। তাহলেই অর্থেও অপচয় রোধ হবে।’

তবে বিভিন্ন প্রকল্পের কাজে এগিয়ে আসায় সেনাবাহিনীকে মানববন্ধন থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন তাসলিমা বেগম, জাবেদ পাটোয়ারি, নজরুল ইসলাম, পারভীন বেগম, রাজিয়া সুলতানা, শামসুল আলম ও কাজী এমরান।

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!