আইপিএল থেকে ছিটকে বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তায় স্টেইন

বছরখানেক থেকেই কাঁধের ইনজুরি ভোগাচ্ছে ডেল স্টেইনকে। মাঝে মধ্যে দলে ফিরলেও লম্বা সময় খেলতে পারছেন না। সম্প্রতি ফিরে আইপিএলে খেলছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ভালোও করছিলেন। কিন্তু পুরনো শত্রু কাঁধের যন্ত্রণা ছিটকে দিল সেখান থেকেও। এখন বিশ্বকাপ নিয়েই চিন্তায় পড়ে গেছেন সাউথ আফ্রিকান এ পেসার।

বিশ্বকাপের জন্য প্রোটিয়াদের ১৫ সদস্যের দলে আছেন স্টেইন। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডান কাঁধের ইনজুরির কারণে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন তিনি। দেশে ফিরে বিশেষজ্ঞদের সঙ্গে ফিটনেস নিয়ে আলোচনা-পদক্ষেপ নেবেন।

১২মে পর্যন্ত চলবে আইপিএল। ১৯মে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে সাউথ আফ্রিকা। আর আগামী ৩০মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে তাদের। প্রোটিয়া বোর্ড বলছে, বিশ্বকাপের আগে স্টেইনের ফিটনেস নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

২০০৫ সালে অভিষেকের পর ১২৫ ওয়ানডে ম্যাচে ১৯৬ উইকেট নিয়েছেন স্টেইন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!