আইআইইউসি শিক্ষার্থীদের নৈতিক জ্ঞানসমৃদ্ধ হওয়ার আহ্বান রিজিয়া রেজা চৌধুরীর

ইইই বিভাগে বিদায় ও নবীনবরণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, ‘আইআইইউসির শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নৈতিক জ্ঞানসমৃদ্ধ হতে হবে। একাডেমিক দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধ বিচরণে সক্ষম হতে হবে।’

সোমবার (২২ নভেম্বর) রোববার আইআইইউসির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম ব্যাচের ছাত্রীদের বিদায় এবং সপ্তম ব্যাচের নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে আইআইইউসি ইইই ক্লাব ফিমেল চ্যাপ্টার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘পড়ালেখার কোনো বিকল্প নেই। আইআইইউসির ছাত্রীদের অধ্যবসায়ী মনোবৃত্তি তৈরি করে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটিয়ে সর্বস্তরে অবদান রাখতে হবে। নারীদেরকে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধি হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইআইইউসির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আখতার সাইয়ীদ, ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ আতাহার উদ্দিন, ড. ইয়াসির আরাফাত, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজমুস সাকিব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল কাদের, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইফতেখার আলম, ফিমেল সেকশনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নার্গিস আক্তার প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!