আইআইইউসি থেকে ২ ছাত্রসহ ১০ জনকে বহিষ্কার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে বিভিন্ন মেয়াদে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জরুরি সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল (অব.) মোহাম্মদ কাশেম।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রমাণ পাওয়ায় জরুরী সিন্ডিকেটে তাদেও বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উচো অং মারমা (আইডি নম্বর এলএম ১৮৩১২২) ও মো. অনিক ইসলামকে (আইডি নম্বর ইটি ১৮৩০৮০) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে মো. মশিউর রহমান (আইডি নম্বর ইটি ১৮৩০৫৭) ও ওমর ফারুক তুহিনকে (আইডি নম্বর ইটি ১৮৩০৭২) ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

হাসান হাবীব মুরাদ (আইডি নম্বর এলএম ১৮৩১২৩), রবিউল হোসেন রনি (আইডি নম্বর ইবি ১৪১০০৮) ও মো. শফিউল আলমকে (এমবিএ)- আর ১৯৩১৪৭) ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি (আইডি নম্বর সি১৬৩০২৪), আবদুল্লাহ আল তাশরীফ (আইডি নম্বর ইটি ১৬৩০৩৩) ও আবদুল্লাহ আল নাঈমকে (আইডি নম্বর ইটি ১৬৩০২৮) ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি এক শিক্ষার্থীকে ছাত্রলীগ নামধারীদের নির্যাতনের ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠলে কর্তৃপক্ষ ২৯ জানুয়ারি ছাত্রাবাসগুলো বন্ধ করে দেয়। পুলিশ পাহারায় শিক্ষার্থীরা ছাত্রাবাস ত্যাগ করেন।

১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে সংবাদ সম্মেলন করেন। ওই দিন রাতে দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সীতাকুণ্ড থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় ২৯ জানুয়ারি রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়েছে। মামলায় আইআইইউসির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও জামায়াতের নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আহসান উল্লাহ, শিক্ষক মাহবুবুর রহমান, কাউছার আহমেদ, শফিউল আজম ও নিজাম উদ্দিনের নাম উল্লেখ করে ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা ইতোপূর্বে বিভিন্ন সময়ে শিক্ষক নাজেহাল, পরীক্ষায় নকল করা, খাতায় নাম্বার বাড়িয়ে দিতে শিক্ষকদের উপর প্রভাব খাটানোর চেষ্টা, শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!