আইআইইউসি ছাত্রীরা প্রতিভার বিকাশ ঘটাবে, প্রত্যাশা এমপি নদভীর

নারীদের বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটিয়ে সর্বস্তরে অবদান রাখার আহবান জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

রোববার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির কুমিরা ক্যাম্পাসে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফিমেল জোনের উদ্যোগে রিসিপশন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এ সময় ড. আবু রেজা নদভী বলেন, ‘জাতি গঠনে নারীদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। দেশ ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হলে অবশ্যই নারীদের নিজেদের প্রস্তুত করতে হবে। প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। নারীদের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে হবে। এজন্য জ্ঞানচর্চার কোনা বিকল্প নেই।’

আইআইইউসি ছাত্রীরা প্রতিভার বিকাশ ঘটাবে, প্রত্যাশা এমপি নদভীর 1

তিনি বলেন, ‘ভারতের বিখ্যাত স্কলার ড. আকরাম নদভী আল ওয়াফাউ বিআসমাঈন নিসাই নামক ৪৩ খন্ড যে বই লিখেছেন সেখানে ১০ হাজার মুসলিম মহিলার জীবনী স্থান পেয়েছে। যারা ইসলাম ও মুসলমানদের জন্য অনেক অবদান রেখছেন। বর্তমান যারা দায়ী ইলাল্লাহ হতে চান তাদেরকে পূর্বসূরীদের মত ভাল মানের আরবি সাহিত্যিক হতে হবে। যে সাহিত্য দিয়ে কুরআন ও হাদিসের নির্যাসগুলো গণ-মানুষর সামনে তারা তুল ধরবে।’

এই সংসদ সদস্য আরও বলন, ‘দায়ী ইলাল্লাহগণকে দাওয়াতী ময়দানে নামার আগে জ্ঞানে পরিপূর্ণ হতে হবে। আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হব। আগের যুগের দায়ী ইলাল্লাহগণ হাজার হাজার পৃষ্ঠা বই লিখেছেন। ইমাম ইবন তাইমিয়ার লিখা ফাতওয়ায় ইবনে তাইমিয়া ৩৭ খন্ডের বিশাল ইলমের ভান্ডার। হাজার হাজার পৃষ্ঠার এই বই যুগ যুগ ধরে দাওয়াতী ময়দানে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে।’

আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল ক্যাম্পাস পরিচালনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘পেশীশক্তি নয়, বুদ্ধিবৃত্তিক উপায়ে অন্যায়ের মোকাবেলা করতে হবে। তরবারি নয়, জ্ঞানের সৌন্দর্য দিয়ে গোটা জগতকে জয় করতে হবে। আইআইইউসির দাওয়াহ বিভাগের ছাত্রীরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

দাওয়াহ বিভাগের চেয়ারম্যান আ ফ ম নুরুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষক জাকিয়া বিনত আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. শাকের আলম শওক, প্রফেসর ড. শফী উদ্দীন মাদানী, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক, প্রভাষক উম্মে সায়মা তাজকিয়া ও জাকিয়া বিনতে আলম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাওয়াহ বিভাগের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মাদানী, প্রভাষক আব্দুর রহীম ও ড. সাউদ বিন মুহাম্মদ, সালমা বিনতে শফিক।

অনুষ্ঠানে দাওয়াহ বিভাগের ফিমেল জোনের পক্ষ থেকে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল ক্যাম্পাস পরিচালনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!