আইআইইউসিতে ‘আউটকাম বেইজড এডুকেশন্স’ শীর্ষক কর্মশালা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শেষ হলো তিন দিনব্যাপী ‘আউটকাম বেইজড এডুকেশন্স’ (ওবিই) কারিক্যুলামের উপর প্রশিক্ষণ কর্মশালা।

বুধবার (১৫ জুন) এ কর্মশালা শেষ হয়। এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

এর আগে গত ৭ জুন এই কর্মশালার উদ্বোধন হয়। ৮ জুন অনুষ্ঠিত হয় এই কর্মশালার দ্বিতীয় প্রশিক্ষণ কর্মসূচি।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানকে ক্রমাগত উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার কার্যকারিতা অনস্বীকার্য। এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান দ্রুত এগিয়ে যাবে।’

এ কর্মশালায় উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, ড. শাহ মো. ছানাউল করিম এবং মো. ইয়াছিন শরীফ।

দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. সামসুল আলম, বিভাগটির চেয়ারম্যান ড. আবদুল কাদের মো. মাসুম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল হক চৌধুরী এবং ইলেকট্রিক্যাল এন্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন।

তৃতীয় দিনে প্রশিক্ষক ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু সাঈদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রহিম উদ্দিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদওয়ান গনি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এ.এফ.এম. নুরুজ্জামান।

অনুষ্ঠান শেষে কর্মশালার প্রশিক্ষক শিক্ষকদের মাঝে সন্মাননা সনদ প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!