অ্যাম্বুলেন্সে ঢাকার পথে পাথরঘাটার বিস্ফোরণে দগ্ধ অর্পিতা

চট্টগ্রাম নগরীর পাথরঘাটার ব্রিকফিল্ড এলাকায় গ্যাসলাইনের বিস্ফোরণে ঝলসে যাওয়া অর্পিতা নাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ত্যাগ করে। অর্পিতা নাথ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

আহত অর্পিতার মা মনি রাণী জানান, ‘সন্তানদেরকে তাদের মাসির কাছে রেখে আমরা পূজার জন্য গ্রামে গিয়েছিলাম। নাস্তার জন্য বাইরে গিয়ে ছেলে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও মেয়েকে নিয়ে সংশয়ে আছি। মেয়েকে চমেক হাসপাতালে না রেখে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি।’

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন এই স্কুলশিক্ষার্থী। অর্পিতা রাঙ্গুনিয়ার লালারহাট এলাকার কাজল নাথের মেয়ে। দুর্ঘটনার সময় কাজল নাথ ও তার স্ত্রী মনি রানী কার্তিক পুজার জন্য গ্রামে গিয়েছিলেন। বাসায় ছিল অর্পিতা, তার ছোট ভাই অর্ণব নাথ, খালা সন্ধ্যা রানী। এই ঘটনায় সন্ধ্যা রানীও আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে চমেক হাসপাতালে।

সন্ধ্যা রানীর ভাতিজা ধ্রুব ধর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অর্ণব চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজ সকালেও সে বাসার জন্য নাস্তা আনতে দোকানে গিয়েছিল। দোকান থেকে এসে দেখে অর্পিতা অগ্নিদগ্ধ, মাসিও আহত। বাসার দেওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে। ঘটনার পর আমরা থানায় ফোন করি।’

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!