নোংরা পরিবেশে খাবার বানায় দেওয়ানহাটের আরমান হোটেল

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির বিরুদ্ধে গত কয়েক মাস ধরে অভিযান চালিয়ে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নোংরা পরিবেশে খাবার বানিয়ে ক্রেতাদের খাওয়ানোর অভিযোগ পেয়ে এবার অভিযান চালানো হয়েছে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের আরমান হোটেলে। অভিযানে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হামজারবাগের ‘মায়ের দোয়া’ বেকারিকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য আমরা একটি খাবার হোটেল ও একটি বেকারিকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!