অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পটিয়ায় হোটেল-বেকারিকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল ও বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে শান্তির হাটে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান খাজা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও ফুলবন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পাবলিক প্লেসে ধুমপান ও প্রচারের দায়ে তিন জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পটিয়ায় হোটেল-বেকারিকে জরিমানা 1

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে খাজা হোটেলকে ২৫ হাজার টাকা ও উৎপাদিত পণ্যের মোড়ক না থাকায় ফুলবন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পাবলিক প্লেসে ধুমপান ও প্রচারের দায়ে তিন জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!