অস্ত্র-গুলি বেচাকেনার সময় ধরা দুই যুবক

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনা সময় ২ যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় শপিং ব্যাগে পলিথিন মোড়ানো অবস্থায় ১০০ রাউন্ড গুলি উদ্ধার হয়।

শুক্রবার (২৬ জুন) রাতে পৌরসভাস্থ হাটহাজারী পার্বতী স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানা পুলিশের এসআই হেলাল খান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

আটক দুইজন হলো- পৌরসভার পশ্চিম দেওয়াননগর সন্দ্বীপ পাড়ার নুর মোহাম্মদের ছেলে নাজিম উদ্দিন (৩২) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. মোজাম্মেল (২৯)। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আনিসুর রহমানের পুত্র আলী হোসেন (২৮) কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম বলেন, অস্ত্র বেচাকেনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতী স্কুলের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন কৌশলে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!