অস্ত্র আইনে দুই আসামির কারাদণ্ড

রাঙামাটিতে অস্ত্র আইনে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাঙামাটি দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

এ সময় আসামি মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংখ্যইনু মারমাকে সাত বছর দণ্ড দেওয়া হয়। সে সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নানিয়ারচরে দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজ রাখায় ছিদ্দিক পোদ্দার ও চাইনিজ রাইফেলের গুলি রাখার অপরাধে মংখ্যইনু মারমাকে আটক করে মামলা দায়ের করা হয়।

রাঙামাটি জজকোর্টের পিপি রফিকুল ইসলাম জানান, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের ফলে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!