অসুস্থ আওয়ামী লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন যুবলীগ নেতা এলিট

হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এক সময়ের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ। কিছুদিন আগে হঠাৎবুকে ব্যথা অনুভব হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে তিনি রিং পরাতে পারছিলেন না। পরে এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরে অসুস্থতার খবর পেয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

অসুস্থ দীন মোহাম্মদ বলেন, ‘অসুস্থ হওয়ার পর দলের অনেকের কাছেই সাহায্য চেয়েছি। আমার পরিবারও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কেউ এগিয়ে আসেনি। পরে আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে ছুটে আসেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।’

তিনি বলেন, ‘এলিট আমাকে দেখতে এসেছে। আমি অনেক খুশি হয়েছি। দীর্ঘদিন ধরে সে মিরসরাইয়ে অবহেলিত, ত্যাগী সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পাশে আছে। সে সবসময় তাদের খোঁজ-খবর নিচ্ছে। আমি তার সফলতা কামনা করছি।’

শনিবার (৮ এপ্রিল) দেশে ফিরে প্রথমেই গ্রামের বাড়ি মিরসরাইয়ে যান এবং আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদের বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন। একইসঙ্গে তার চিকিৎসার সকল দায়িত্বও নেন।

এই সময় প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দীন মোহাম্মদের হাতে তুলে দেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এলিট।

নিয়াজ মোর্শদ এলিট বলেন, ‘আমি দেশের বাইরে থাকা অবস্থায় জানতে পারি, আমার জন্মস্থান মিরসরাই উপজেলার আওয়ামী রাজনীতির দুঃসময়ের নেতা, আমাদের অন্যতম অগ্রজ দীন মোহাম্মদ ভাই অসুস্থ। তাই আমি আমার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসি এবং আজ (শনিবার) উনাকে দেখতে যাই। দীন মোহাম্মদ ভাইদের মতো ত্যাগী নেতাদের ত্যাগের বিনিময় আজকের আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে এবং উনারাই দলের মূল শক্তি ও ভিত্তি। অথচ আমরা উনাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উনার চিকিৎসার খরচের দায়িত্ব আমি নেবো। এছাড়া উনার এবং পরিবারের যেকোনো সহযোগিতায় আমি এগিয়ে আসবো।’

এই সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীসহ মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ মিরসরাই উপজেলার ৯ নম্বর ইউনিয়নের মিরসরাই সদরে এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন দীন মোহাম্মদ। তিনি পর পর তিনবারের নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ছিলেন দক্ষ সামাজিক সংগঠকও। এছাড়াও সামাজিক সংগঠন মিতালী ক্লাবের অন্যতম উদ্যোক্তা তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!