অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিল পতেঙ্গা থানার ওসি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা বন্ধে অসহায় দরিদ্রকে খাদ্যসামগ্রী দিলেন সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর পতেঙ্গা থানার মাইজপাড়া, পূর্ব কাটগড়সহ আশপাশ এলাকায় অসহায় দরিদ্র ও বস্তিবাসীর মাঝে নিজ উদ্যোগে এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অসহায় এসব মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করে তাদের হাতে চাল ও ডাল তুলে ওসি উৎপল বড়ুয়া।

খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রেখে পরিবার ও সমাজকে বাঁচানোর আহ্বান জানান।

এর আগে ওসি তার ফেসবুক পেইজে পতেঙ্গাবাসীর উদ্যোশে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘এলাকায় গরীব, অসহায়, দুস্থ এবং বয়োবৃদ্ধ যাদের জরুরি প্রয়োজন মেটানোর সাধ্য নেই তাদের প্রতি অনুরোধ বিশেষ করে আপনাদের খাবার বা ওষুধের সংকট থাকলে ০১৭১৩৩-৭৩২৭০ অথবা ০৩১-২৫০০০২৬, ০১৭৬৯৬৯৫৬৭৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। টীম পতেঙ্গা থানা পৌঁছে যাবে আপনার বাসায়। বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।’


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!