অল্প সময়ের বৃষ্টিতেই ডুবলো চট্টগ্রাম নগরী, সড়কে থৈ থৈ করছে পানি

অল্প সময়ের বৃষ্টিতেই ডুবেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। নগরজুড়ে সড়কসমূহে থৈ থৈ করছে পানি। অথচ, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে মাত্র ৭৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের এই রেকর্ডের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

তবে, আবহাওয়া অধিদপ্তর এ বৃষ্টিকে ভারী বৃষ্টিপাতই বলছেন। আগামী দুয়েকদিন এমন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা।

চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘এরকম ভারী বৃষ্টি দুয়েকদিন থাকতে পারে। কারণ মৌসুমী বায়ু সক্রিয় অবস্থান করছে।’

এদিকে বুধবার সকালে কর্মজীবীরা কর্মক্ষেত্রে যাওয়ার সময় পড়েন বৃষ্টির বাগড়ায়। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করে না পেয়ে অনেকে পায়ে হেঁটেই অফিসপথে রওনা দিয়েছেন। অনেকে বৃষ্টিতে ভিজে পৌঁছেছেন অফিসে।

নগরীর জিইসি, দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকায় কোথাও হাটু পর্যন্ত, কোথাও কোমড় পর্যন্ত পানি উঠেছে সড়কে। সকালে রাস্তায় গণপরিবহন কমে যাওয়ায় দুর্ভোগে পড়ে অফিসগামীরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জোয়ারের পানি বিভিন্ন খাল হয়ে নগরে ঢুকে পড়েছে। এতে নগরের নিচু এলাকা আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!