অলংকার-কর্নেলহাটের ১৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর থানার অলংকার মোড় থেকে কর্নেলহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রোডের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ১৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের মালামালগুলোও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে আরও অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম নগর পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশ।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!