অর্ধলক্ষাধিক মানুষের অশ্রুতে সামরিক সচিব জয়নুলের জানাজা

চট্টগ্রামের লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসির (৫৯) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৫০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে বিকেল ৪টায় চট্টগ্রাম লোহাগাড়ার ঐতিহাসিক চুনতি সিরত ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহ আলম।

জানাজায় অংশ নেন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, চট্টগ্রাম রেঞ্জের বিদায়ী ডিআইজি ফয়েজ আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, সিডিএর সাবেক চেয়ারম্যান এমএ ছালাম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁইয়া, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

অর্ধলক্ষাধিক মানুষের অশ্রুতে সামরিক সচিব জয়নুলের জানাজা 1

জয়নুল আবেদীনের কফিনে গার্ড অব অনার প্রদান করেন ক্যাপ্টেন তৌকির ইসলাম। এ সময় সেনাবাহিনী প্রধানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী।

স্থানীয় সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী বলেন, ‌‘প্রধানমন্ত্রীর আস্থাভাজন জয়নুল আবেদীনের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’

মরহুমের বড় ভাই ইসমাঈল মানিক জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর কাছে ও লোহাগাড়াবাসীর কাছ জয়নুল আবেদীনকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন।

অর্ধলক্ষাধিক মানুষের অশ্রুতে সামরিক সচিব জয়নুলের জানাজা 2

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫ টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়নুল আবেদীন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। লোহাগাড়ার এ সন্তানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগধ্যমে ছড়িয়ে পড়লে চুনতিতে নেমে আসে শোকের ছায়া।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!