অর্থ আত্মসাত, এলজিআইডি প্রকৌশলী জিয়াউল হক দুলালকে গ্রেফতার করেছে দুদক

 

একটি প্রকল্প কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাতের অভিযোগে এলজিআইডি পটিয়া উপজেলা প্রকৌশলী জিয়াউল হক দুলালকে গ্রেফতার করেছে দূর্ণীতি দমন কমিশন দুদক।

DUDOK

আজ দুপুর ১ টার সময় নগরীর আগ্রাবাদ এলাকার লাকী প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দুলালকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

 

দূর্ণীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানায়, জিয়াউল হক দুলাল রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী থাকাকালীন সরকারি একটি প্রকল্প বাস্তবায়নের নামে ৬ লক্ষ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করে।

 

এ বিষয়ে গত ৮ মার্চ দুদকের উপ সহকারি পরিচালক মো. রিয়াজউদ্দিন বাদি হয়ে দুদকে একটি মামলা দায়ের করে। গোপন তথ্যে খবর পেয়ে আজ দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২ টার দিকে আসামীকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয় বলে জানান দুদকের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া।

 

দুদকের হাতে গ্রেফতার জিয়াউল হক দুলাল বর্তমানে পটিয়া উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত আছে বলে দুদক সূত্রে জানা যায়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

 

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!