অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের রত্নগর্ভা মা আর নেই

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা রত্নাগর্ভা জোহরা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশের নিজ বাসভবনে মৃত্যুরণ করেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে তাদের গ্রামের বাড়ি।

জোহরা বেগমের স্বামী ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট প্যাথলজিস্ট ডা. আবদুল মতিন। তাদের সব ছেলেমেয়েই নানা ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাহমিনা বানু, বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর মহসিন জিল্লুর করিম, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকাতে সহযোগী অধ্যাপক স্থপতি আদনান মোরশেদ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!