‘অমানবিকতা’ বাসা ভাড়ার জন্য ঘর থেকে বের করে দিলেন বাড়িওয়ালা

লালখান বাজারে রাস্তায় রাত কাটালেন নারী—শিশুসহ পুরো পরিবার

পাওনা টাকাসহ ঘর ভাড়া দিতে না পারায় ঘর থেকে ছোট শিশুসহ এক পরিবারকে বের করে দিয়েছে বাড়িওয়ালা। অমানবিক এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লালখান বাজার এলাকায়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে লালখান বাজারের দুবাই কলোনি মোস্তফার বাড়ি থেকে ছোটবাচ্চাসহ পরিবারকে বের করে দেয়ার অভিযোগ করেছে পরিবারটি। এরপর থেকে ওয়াসা মোড় এলাকায় রাত কাটিয়েছে পরিবারের নারী শিশুসহ চার সদস্য।

পরিবারের সদস্য শ্রিধাম বলেন, ‘লালখান বাজার দুবাই কলোনি মোস্তফার বাড়িতে ভাড়া থাকি। গত ৩ মাস আর্থিক সমস্যার কারণে ঘর ভাড়া দিতে পারিনি। তাছাড়া আমার বড় ভাই চট্টগ্রাম ওয়াসায় চাকরিতে থাকা অবস্থায় পানির মোটর এনে দেয়ার জন্য ৩০ হাজার টাকা দেন এক লোককে। মোটর আনার জন্য যাকে বড় ভাই দিয়েছেন তিনি মোটরও দিচ্ছেন না টাকাও দিচ্ছেন না। সেজন্য বাড়িওয়ালা প্রতিনিয়ত আমাদের উপর চাপ সৃষ্টি করছেন। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় জমিদার মোস্তফা ঘরে তালা দিয়ে আমাদেরকে বের করে দেয়।’

শ্রীধাম আরও বলেন, ‘সারাদিন ঘরের সামনে অবস্থান করেও ঘরে ঢুকতে পারিনি। পরিবার নিয়ে ওয়াসা মোড় সড়কের পাশে রাত পার করি। এখন পর্যন্ত সড়কেই বসে আছি। আমাদেরকে এখনও ঘরে ঢুকতে দিচ্ছে না। আমরা এখনও পর্যন্ত এক গ্লাস পানিও পান করিনি। কেউ আমাদের খোঁজও নিতে আসলো না।’

চট্টগ্রাম সিটি করপোরশেনের লালখান বাজারের ওয়ার্ড কাউন্সিলর আবু হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘বাড়িওয়ালা মোস্তফা খুবই অত্যাচারী। আশেপাশের মানুষ তার জন্য থাকতে পারে না। প্রতিনিয়ত এটা নিয়ে আমার কাছে নালিশ আসে। ওই পরিবারের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নাই। কেউ অভিযোগ করলে আমি আইনগত পদক্ষেপ নিতে সর্বোচ্চ সহযোগতা করব।’

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!