অবৈধ বালু মহালে অভিযান, চকরিয়ায় ৪ ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের চকরিয়ার অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ড্রেজার মেশিনগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খুটাখালী মধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।

অবৈধ বালু মহালে অভিযান, চকরিয়ায় ৪ ড্রেজার মেশিন জব্দ 1

চকরিয়ার ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বলেন, সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে খুটাখালীর একটি বালুদস্যু চক্র। বুধবার সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।’

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, ‘খুটাখালীতে বালু মহালে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। জব্দ করা মেশিনগুলো ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!