অবৈধ চিপস কারখানা ধ্বংস-জরিমানা

অবৈধ চিপস কারখানা ধ্বংস-জরিমানা 1নিজস্ব প্রতিবেদক : নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বিএসটিআই’র লাইসেন্সবিহীন অবৈধ ভাবে চিপস তৈরি ও লগো ব্যবহার করে উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার অপরাধে ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’কে ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

এ অভিযানে অত্যন্ত নোংরা পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা ৩ লাখ টাকা দামের চিপস ধ্বংস করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এ অভিযান পরিচালনা করেন। এ সময় চসিকের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, বিএসটিআই ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপির সদস্যরা অভিযানে সহায়তা করেন।

নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং বিএসটিআই আইনে ১৪ হাজার টাকা জরিমানা এসব জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!