অবৈধভাবে মিথেন গ্যাস সিলিন্ডারে ভরে পাচার, র‍্যাবের জালে ধরা ৩ জন

অবৈধভাবে মিথেন গ্যাস সিলিন্ডারে ভরে তা পাচার করা হয় দেশের বিভিন্নস্থানে। দীর্ঘদিন ধরে পাচারকারী চক্র ঝুঁকিপূর্ণ এ অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসলেও এবার ধরা পড়তে হলো র‍্যাবের জালে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত এগারোটায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে মিথেন গ্যাস পাচারকালে তিনজনকে আটক করেছে র‍্যাব।

এসময় ২৩২টি গ্যাসের সিলিন্ডারসহ দুইটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বান্দরবানের লামা এলাকার বাসিন্দা আরমানুল ইসলাম সাকিব (২৯), ডবলমুরিং এর মো. ওয়াসিম (৩৪) ও চকবাজার এলাকার বাসিন্দা বিধান চন্দ্র দাস।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি চান্দগাঁও এলাকায় অননুমোদিত ও অবৈধভাবে মিথেন গ্যাস সিলিন্ডারে লোড করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের বডির সাথে সিলিন্ডার স্থাপন করে এসব গ্যাস পাচার করা হয়।

তিনি বলেন, সেখানে অভিযান চালিয়ে দুইটি কাভার্ডভ্যান ও তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!