পাহাড়তলীতে অবাঙালিদের স্থাপনা উচ্ছেদে গিয়ে বিব্রত রেল

৪.৭৩ একর জায়গা উদ্ধার

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) উচ্ছেদ অভিযানে ১ হাজার ২৩৭টি অবৈধ স্থাপনা ও ৪.৭৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাহাড়তলী খুলশী থানার এক্সইএন কলোনি এলাকায় চলে এ অভিযান।

অভিযানে সেমিপাকা, কাঁচা ঘরসহ ১ হাজার ২৩৭টি অবৈধ স্থাপনা, ৪.৭৩ একর জায়গা উদ্ধার করে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে ৭৫ জন আরএনবি ও পুলিশ অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উদ্দিন, খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবীর আহম্মেদ।

তবে অভিযানে অবাঙালিদের স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।

সূত্র জানায়, অবাঙালিদের ২ হাজার ১৮৮টি স্থাপনার একটি তালিকা ত্রাণ মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পাঠানো হয়। তবে কতটুকু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার ম্যাপ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগকে সরবরাহ করা হয়নি। ফলে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির।

জেএস/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!