অবশেষে ‘ভাতিজা’ সাঈদ খোকনের পক্ষেই মাঠে নামছেন হাজী সেলিম

214_59082

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে মাঠে নামছেন ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। গতকাল রাতে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় এক বৈঠকে দল সমর্থিত প্রাথী ‘ভাতিজা’ খোকনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হন ‘চাচা’ হাজী সেলিম।

বৈঠকে উপস্থিত একটি সুত্র জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে হাজী সেলিমের বাসায় মধ্যাহক্রভোজে অংশ নিবেন ঢাকা দক্ষিন সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। সেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারাও অংশ নিবেন। এরপর তারা দুজনে একসঙ্গে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী  মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ঢাকা-১০ আসনের ব্যারিষ্টার ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা  জালাল মহিউদ্দিন ও সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা খানম, মহানগর আওয়ামী লীগের শাহ আলম মুরাদ। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা মোহাম্মদ নাসিমের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, স্বতন্ত্র সংসদ ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম ঢাকা দক্ষিন সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এমনকি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েও নির্বাচনের প্রস্তুতি নিয়েছেলেন তিনি। তবে দক্ষিণে দলীয় মনোনয়ন পান সাঈদ খোকন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাড়িয়ে ভারতে চলে যান হাজী সেলিম। চার দিন পর দেশে ফিরলেও শেষ পর্যন্ত আর মনোনয়ন পত্র জমা দেননি তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!