অপারেশন থিয়েটারের পোশাক পরে মিছিলে গেলেন দুই ডাক্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একটি মিছিলে অপারেশন থিয়েটারের (ওটি) পোশাক পরে অংশ নিতে দেখা গেছে দুজন চিকিৎসককে। এভাবে ওটির পোশাক পরে বাইরে আসা এবং মিছিলে অংশ নেওয়াকে মেডিকেল নৈতিকতার বিরোধী এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বলে এর সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের মিছিলে অপারেশন থিয়েটারের (ওটি) পোশাক পরে অংশ নেওয়া দুজন চিকিৎসক হলেন ডা. নূর মোহাম্মদ তানজীম ও ডা. আফিফ আনজুম রিফাত।

এভাবে অপারেশন থিয়েটারের পোশাক পরে মিছিলে যাওয়াকে চরম ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে উল্লেখ করে চমেক ছাত্রলীগ নেতা আরাফ ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অপারেশন থিয়েটারের পোশাক শুধু অপারেশন থিয়েটারে পরিধানের জন্য। এটি বিশেষভাবে জীবানুনাশক করা হয় যাতে ডাক্তার/সার্জন এবং অপারেশনের রোগীর মাঝে কোনো ধরনের সংক্রামক রোগ না ছড়ায়। মেডিকেলের একটা থার্ড ইয়ারের ছেলেরও এই সাধারণ জ্ঞান আছে। অথচ কাল দেখলাম এই ওটির পোশাক পরিধান করে খোলা রাস্তায় আন্দোলন করছে। অথচ ডাক্তার হিসেবে এই করোনা মহামারীর সময়ে তাদের উচিত সংক্রমণ কমানোর ব্যাপারে অধিক সতর্ক হওয়া। তাদের এই ওটি পোশাক পরে হাসপাতালে ডিউটি করা, এরপর রাস্তায় মিছিল করে আবার একই পোশাকে ডিউটিতে ফেরত যাওয়াটা হাসপাতালের বাকি ডাক্তার এবং রোগীদেরকে কতটা ঝুঁকিতে ফেলছে সে বিষয়ে তাদের সচেতন হওয়া উচিত।’

পুরো বিষয়টি জেনে বুঝেই এই দুজন অপারেশন থিয়েটারের পোশাক পরে মিছিলে অংশ নিয়েছিলেন মন্তব্য করে আরাফ আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য ধরে রাখতে একটা পক্ষ বারবার ইন্টার্ন ডাক্তারদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের ১৫০ এর অধিক ইন্টার্ন ডাক্তার চমেক হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন। অথচ চমেকহা ইন্টার্ন ডাক্তার এসোসিয়েশনের ব্যানারে যে হাতেগোনা কয়েকজনই এসব করে বেড়াচ্ছে।’

এই বিষয়ে জানতে চাইলে ওটির ড্রেস পরে মিছিলে অংশ নেওয়াদের একজন ডা. আফিফ আনজুম রিফাত চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘আমি ওটি থেকে মিছিলে অংশ নেইনি। কাজেই ঝুঁকির প্রশ্নই উঠে না।’

তাহলে ওটির ড্রেস পরে মিছিলে যাওয়ার কারণ কী ছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটির ড্রেস পরে কাজ করতে কমফোর্ট বেশি। তাছাড়া এটি রিইউজ করতেও বেশ সুবিধা তাই দায়িত্ব পালনের সময় পিপিইর বিকল্প হিসেবে এই ড্রেস ব্যবহার করি আমরা।’

চমেক হাসপাতালের উপ পরিচালক আফতাবুল ইসলাম বলেন, ‘এই পোশাক তো অপারেশন থিয়েটারের জন্যই নির্ধারিত। এর বাইরে ওটির ডিউটি শেষে কেউ কেউ হয়তো নিজেদের জন্য পার্সোনাল রুমেও ওটির ড্রেস পরে যান। তবে এটি নিয়ে বাইরে যাওয়াটা আমি যতটুকু জানি নীতিবিরুদ্ধ কাজ।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!