অপারেশন থিয়েটারের ওষুধ বাইরে বিক্রি করে দেয় চট্টগ্রাম মেডিকেলের কর্মচারীরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরির অভিযোগে আরাফাতুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫ ধরণের ওষুধ উদ্ধার করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ২৫ ধরণের ওষুধ পাওয়া যায়। চমেক হাসপাতালে চোর চক্রটি আবার সক্রিয় হয়েছে। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে বলে জানায়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!