অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক জসিম উদ্দিনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের আগস্টের ৭ তারিখ ঝাউতলার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে লাঠি দিয়ে পিটিয়ে আমেনা বেগমকে হত্যা করেন স্বামী মোহাম্মদ হোসেন। এ সময় আমেনা গর্ভবতী ছিলেন। সুরতহাল রিপোর্টে আমেনার পেটে ও পিঠে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করে পুলিশ।

ঘটনার পর লাশ বাসায় রেখে পালিয়ে যান হোসেন। পরে প্রতিবেশীরা আমেনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।

ঘটনার দিন নিহতের বড়বোন বুলু বেগম বাদি হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় মোহাম্মদ হোসেন ও তার বোন তাসলিমাকে। মামলা তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন (৪২) কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর নুলা চেয়ারম্যানের বাড়ির নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর খুলশী থানার ঝাউতলা বিহারী কলোনিতে থাকতেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!