অনুমোদনহীন নির্মাণ/ কল্পলোকের আরেক ভবন মালিক কারাগারে

ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে অনুমোদনহীন ভবন নির্মাণ করায় এবার আরেক ভবন মালিককে কারাগারে যেতে হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সিডিএর বিশেষ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার কল্পলোক আবাসিকের দুই ভবন মালিককে নকশা লঙ্ঘন করায় দুই ভবন মালিককে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার মো. কায়ছার নামে এ বাসিন্দা আদালতের পরোয়ানামূলে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিডিএর অথরাইজড কর্মকর্তা-১ ও নির্বাহী প্রকৌশলী মনজুর হাসান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আসামি কায়ছার সিডিএ থেকে কোন ধরনের অনুমোদন না নিয়েই ভবন নির্মাণ করেন। বিষয়টি জানার পর তদন্ত করে সত্যতা মেলে। এরপর অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়ে ১২(১) ধারায় মামলা দায়ের করেন। মামলায় তাকে কারাগারে যেতে হয়েছে।

এর আগে আরো চারজনকে ইমারত আইন ভঙ্গ করায় কারাগারে যেতে হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!