অনুমতি ছাড়াই বিদেশে টাকা পাঠানো যাবে ৩০ জুন পর্যন্ত

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর সময় আরও বাড়লো। এখন অনুমতি ছাড়াই চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা মিলবে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনুমতি ছাড়া খরচ পাঠানোর জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!