অনুমতি ছাড়াই কর্ণফুলী চ্যানেলে এসে জরিমানা গুণলো ফিশিং বোট

বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করার অপরাধে এমভি কেপ মন্টের নামের এক ফিশিং বোটকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে কর্ণফুলী চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বারই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র কয়েকজন সদস্য ও বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বারই বলেন, ‘কর্ণফুলী নদীর মূল চ্যানেলে ফিশিং বোট প্রবেশ নিষিদ্ধ। বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে এমভি কেপ মন্টের নামের এক জাহাজকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে।’

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!