অনিয়মে জিরি সুবেদার স্টিলসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা ১৩ লাখ

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে জিরি সুবেদার স্টিলসহ ৬টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম।

বুধবার (২ অক্টোবর) সকালে শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই ঘোষণা দেন।

তিনি জানান, নিরাপত্তা শর্ত ভঙ্গের দায়ে সীতাকুন্ডের জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিলসকে (শিপইয়ার্ড) ২ লাখ টাকা, এমএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, ছাড়পত্র না থাকার কারণে চাঁদপুরের নোভা এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, বিনা অনুমতিতে জাহাজ কাটার অপরাধে সীতাকুন্ডের স্যাম স্টিলকে (শিপ ব্রেকিং ইয়ার্ড) ১০ লাখ টাকা, ছাড়পত্রের শর্ত ভঙ্গের অপরাধে কর্ণফুলী উপজেলার কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে ২০ হাজার টাকা এবং বায়ূদূষণের দায়ে নোয়াখালীর দেলোয়ার অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ৩০ আগস্ট সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও তেরো শ্রমিক আহতের ঘটনায় জিরি সুবেদার স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের সাময়িক স্থগিত করে শিল্প মন্ত্রণালয়।

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!