অনলাইনে রেলের টিকিট বিক্রি বন্ধ ৫ দিন, কাটতে হবে ম্যানুয়ালি

অনলাইনে ট্রেনের টিকিট কার্যক্রম পাঁচদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আগামী ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের (সিএনএস) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। নতুন করে সহজ ডটকম’র সঙ্গে চুক্তি করেছে রেলওয়ে। নতুন সেটআপ বসানোর কারণে আগামী ২০ মার্চ মধ্যরাত থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি হবে না। এ সময় শুধুমাত্র কাউন্টার থেকে যাত্রীদের টিকিট সংগ্রহ করতে হবে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে রেলভবনে টিকিট বিক্রি কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য দেন রেলমন্ত্রী।

তবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা-২ শাহাদাৎ হোসেন বলেন, সিদ্ধান্ত দিলেও এখনো লিখিত আদেশ আসেনি।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ে টিকিট ইস্যু কার্যক্রম একদিনও বন্ধ রাখার সুযোগ নেই। টিকিট বিক্রি সচল রাখতে ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ছয়দিন ম্যানুয়াল পদ্ধতিতে শতভাগ টিকিট ইস্যু করা হবে।

আগামী ২৬ মার্চ হতে সহজ সিনেসিস ভিনসেন জেভির (সহজ ডটকম) মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রির দায়িত্ব পাচ্ছে বলে জানান রেলমন্ত্রী।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!