অনলাইনে প্রেমের ফাঁদ, ৫ নারীর মধুচক্র ইপিজেডে

অনলাইন চ্যাটিং অ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক পাতে। পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলে বিশাল অংকের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করে ওরা। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ৫ নারীসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার সময় নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলার ওলি আহাম্মদ কলনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি শর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু, ৪টি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৬ জনের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!