অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি, খাতুনগঞ্জের গ্রামীণ বাণিজ্যালয়কে জরিমানা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে আড়ত গ্রামীণ বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক শাহিদা সুলতানা, মু. হাসানুজ্জামান এবং র্যা ব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

তৌহিদুল ইসলাম বলেন, ৪২ টাকা দরে আমদানি করা মিয়ানমারের পেঁয়াজের পাইকারি মূল্য ৬০ টাকার বেশি হতে পারে না। খুচরা পর্যায়ে এটি ৭০ টাকা হওয়া উচিত। কিন্তু আড়তে ৯০ টাকা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা অযৌক্তিক। তাই গ্রামীণ বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএস/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!