অতিথি পাখির কলকাকলীতে মুখর ডুলাহাজারা সাফারি পার্কের লেক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের লেকে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। লেকের স্বচ্ছ পানিতে শত শত অতিথি পাখিদের কলকাকলীতে মুগ্ধ হচ্ছেন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা। অন্যান্যবারের চেয়ে এবার অতিথি পাখির আগমনে ঘটেছে বেশি। পার্কের সুন্দর পরিবেশের কারণে বেশি পরিমাণে অতিথি পাখি এসেছে বলে মনে করছেন পার্কের কর্মকর্তারা।

অতিথি পাখির কলকাকলীতে মুখর ডুলাহাজারা সাফারি পার্কের লেক 1

প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসের শুরুর দিকে হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করার ফলে উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং ও ভারত থেকে অতিথি পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে লাখো অতিথি পাখির আগমন ঘটে।

বাংলাদেশের যেসব এলাকায় অতিথি পাখি আসে তার মধ্যে চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধ শেখ মুজিব সাফারি পার্ক অন্যতম।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে সাফারি পার্কের লেকে। তারা সাধারণত বিশ্রাম নেয় লেকের পানিতে ভাসতে থাকা পদ্ম ফুলের ওপর। এসব অতিথি পাখি মূলত হাঁসজাতীয় পাখি।

খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছুটে আসা অতিথি পাখির মধ্যে রয়েছে সরালি, পচার্ড, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারী হাঁস, জলকুক্কুট, খয়রা ও কামপাখি।

এছাড়া মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দানপিনটেল ও কাস্তেচাড়া প্রভৃতি পাখি দেখাও মাঝেমধ্যে মিলে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী মনিরুল হক বলেন, ‘চট্টগ্রাম থেকে এসেছি পরিবার নিয়ে। বাচ্চাদের স্কুল এখনও পুরোপুরি চালু হয়নি. তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। এ সময়টাতে অতিথি পাখির আগমন হয় বলে জেনে পার্কে এসেছি। পার্কে বিভিন্ন জায়গায় ঘুরে হাতি, বানর, বাঘ-ভল্লুক, জেব্রা, বাঘ-সিংহসহ নানা প্রজাতির প্রাণী দেখেছি। সব প্রাণী দেখে এবার লেকে পাড়ে এসে বসেছি অতিথি পাখিদের কলরব শুনতে। অতিথি পাখির ওড়াউড়ি দেখে মুগ্ধ হচ্ছি। বেশ ভালোই লাগছে।’

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই পার্কের লেকে অতিথি পাখির আগমন ঘটে। এবারও অতিথি পাখি এসেছে। এসব অতিথি পাখি পার্কের স্বচ্ছ লেকের পানিতে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব অতিথি পাখিদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও অতিথি পাখিদের যাতে ঢিল ছুঁড়ে না মারে সেজন্য পার্কে আসা দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!